জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী করোনা সংক্রমিত। ভর্তি হাসপাতালে। সেই পিকে বর্মার হয়ে জলপাইগুড়ির বেরুবাড়িতে সভা করলেন মমতা ব্যানার্জি। সভা থেকে তৃণমূল নেত্রী অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি।
জলপাইগুড়ির তৃণমূল প্রার্থী প্রদীপ কুমার বর্মা নিজে ডাক্তার। সেই প্রার্থীই করোনা সংক্রমিত হয়ে ভর্তি হাসপাতালে। কিন্তু তা বলে প্রচার থেমে নেই। ডাক্তারবাবুর হয়ে প্রচারে বেরুবাড়ি এসে বিজেপির বিরুদ্ধেই করোনা ছড়ানোর অভিযোগ করলেন মমতা ব্যানার্জি। বললেন, বাংলায় করোনা ছড়াচ্ছে বিজেপি। তাঁর অভিযোগ, বহিরাগতদের নিয়ে এসে করোনা ছড়াচ্ছে বিজেপি।
তাঁর অভিযোগ, গুলি চালিয়ে, টাকা বিলিয়ে, হিন্দু-মুসলিম ভেদাভেদ উস্কে ভোটে জেতার অপচেষ্টা করছে। কিন্তু পারবে না। মমতার অভিযোগ, বিজেপিকে আনলে কেউটে-গোখরোর দুইয়েরই কামড় খাবেন।
সংখ্যালঘু-হিন্দু সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে বলেছিলাম বলে আমাকে ব্যান করে দিল। কী ভুল বলেছিলাম? আপনারা বলুন আমার কোথায় ভুল? মমতার অভিযোগ, প্রধানমন্ত্রী যে রোজ এসে আমাকে নিয়ে যা খুশি বলে যাচ্ছেন, তাঁর ক্ষেত্রে কোনওদিন বিধিভঙ্গ হয় না!
Comments are closed.