মমতা: শপথ নেওয়ার ২৪ ঘন্টাও হয়নি প্রতিনিধি দল! বিজেপিকে বলছি মানুষের রায় মেনে নিন
ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক পরপর দুটি চিঠি পাঠিয়ে রিপোর্ট তলব করে রাজ্যের কাছে
শপথ নেওয়ার ২৪ ঘন্টাও হয়নি, চিঠি পাঠাল, সকালে দেখি প্রতিনিধি দল পাঠিয়ে দিচ্ছে! এরকমটা আমি জীবনে দেখিনি। বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল পাঠানোর ঘটনায় কেন্দ্রকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর কটাক্ষ, এখনও ফল হজম করতে পারছে না বিজেপি। তাই বিভিন্নভাবে বাংলাকে হেনস্থা করছে।
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর দ্বিতীয় সাংবাদিক বৈঠকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা। তাঁর কটাক্ষ, বিজেপি মানুষের রায় মেনে নিতে পারছে না। এর আগেও গন্ডগোল করছে। বিজেপিকে আমি বলব মানুষের রায় মেনে নিন।
ভোট পরবর্তী হিংসা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক পরপর দুটি চিঠি পাঠিয়ে রিপোর্ট তলব করে রাজ্যের কাছে। দ্বিতীয় চিঠির পাঠানোর ২৪ ঘন্টার মধ্যেই রাজ্যে চার সদস্যের এক প্রতিনিধি দল পাঠায় স্বরাষ্ট্রমন্ত্রক। শেষ খবর অনুযায়ী রাজ্যপালের কাছেও রিপোর্ট চেয়েছে অমিত শাহের মন্ত্রক। আর এই ঘটনারই প্রতিক্রিয়া জানাতে গিয়ে মুখ্যমন্ত্রী কটাক্ষ করলেন অমিত শাহের পার্টিকে।
পাশাপাশি তিনি এও বলেন, হিংসার ঘটনায় যাঁরা জড়িত তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। মমতা ব্যানার্জি দাবি করেন, যেখানে যেখানে বিজেপি জিতেছে সেখানে বেশি গণ্ডগোলের ঘটনা ঘটছে। এদিন দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনা নিয়ে সোচ্চার হন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রীয় দল আসা প্রসঙ্গে মমতা আরও বলেন, যখন অক্সিজেন, ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না তখন তো কেন্দ্রীয় দল আসছে না। হাথরসে কি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের দল গিয়েছিল? সাংবাদিক হত্যার সময় কি কেন্দ্র দল পাঠায়? দিল্লি দাঙ্গার পর কেন সেখানে কেন্দ্রীয় প্রতিনিধি দল যায়নি? মমতা ব্যানার্জির কথায়, ওঁরা নবান্নে এসেছিলেন, চা-মিষ্টি খাইয়ে দিয়েছি। করোনার সময় সবাইকে নিয়ম মেনে চলতে হবে। রাজ্যে প্রবেশে আরটি পিসিআর টেস্ট বাধ্যতামূলক।
Comments are closed.