ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ত্রিপুরা সফরে যাচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। মমতা- অভিষেকের এই সফর হতে পারে ২-৩ দিনের।জানা গিয়েছে, আগামী ৬ ও ৭ ফেব্রুয়ারি ত্রিপুরায় নির্বাচনী প্রচারে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি।
ত্রিপুরা বিধানসভায় ৬০ টি আসনেই প্রার্থী দিচ্ছে তৃণমূল বলে জানিয়েছে। তৃণমূলের জন্য আবেদন করেছেন ১২০ জন প্রার্থী।
জানা গিয়েছে, মমতা ব্যানার্জি বৈঠক করতে পারেন আগরতলার রবীন্দ্রভবনের কাছে। কয়েকদিন আগেই মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা ব্যানার্জি। এরপর তিনি ত্রিপুরা সফরে যাচ্ছেন। উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসের ১৬ তারিখে ত্রিপুরা বিধানসভা ভোট হবে।
ত্রিপুরায় গিয়ে বৈঠক করার পাশাপাশি জনসভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। ত্রিপুরা তৃণমূল সূত্রে জানা গিয়েছে, ত্রিপুরায় এসে মমতা ব্যানার্জি ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দেবেন। করবেন সাংবাদিক বৈঠক। আগরতলায় একটি রোড শো করবেন তিনি। ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত রাজ্য স্তরের নেতারা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির সঙ্গে বৈঠক করেছেন কলকাতায়।
Comments are closed.