কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ৩০ ঘন্টার ধর্নায় বসেছেন তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার ধর্নার দ্বিতীয় দিন ছিল। আর এদিনও ফের একবার কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে ধর্না মঞ্চ থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, রাজ্যের প্রায় ৬৩টি প্রকল্প বন্ধ করে দিয়েছে। বার বার আবেদন করেও টাকা দিচ্ছে না কেন্দ্র।
মুখ্যমন্ত্রীর কটাক্ষ, সরকারি প্রকল্প রূপায়ণে পাঁচবার প্রথম হয়েছে বাংলা। এখন তারই খেসারত দিচ্ছে। একুশের ভোটে হারের পর থেকেই বাংলাকে বঞ্চনা করছে কেন্দ্র। শুধু সড়ক প্রকল্পেই আমরা চারবার প্রথম হয়েছি। এ রাজ্যে ৬৩টি স্কিম বন্ধ করে দিয়েছে দিল্লি।
সরব হওয়ার পাশাপাশি বাংলার পাওনার দাবিতে আগামী দিনে দিল্লিতে গিয়েও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী। তাঁর কথায়, তৃণমূল সাংসদরা বারবার দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে বংলার বকেয়া মিটিয়ে দেওয়ার আর্জি জানিয়েছেন। আমি নিজে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। এরপর দিল্লিতে গিয়ে আন্দোলন শুরু করবো।
Comments are closed.