মঙ্গলবারের পর বুধবারও। ফের একবার রাজ্যের দাবি দাওয়া নিয়ে কেন্দ্রকে একহাত নিলেন মুখ্যমন্ত্রী। গুজরাটের ভোট আবহে মমতা ব্যানার্জির কটাক্ষ, এরা শুধু নির্বাচন নিয়ে ব্যস্ত। উন্নয়নে নজর নেই। সেই সঙ্গে বুধবার এজেন্সি নিয়েও ফের একবার কেন্দ্রকে একহাত নেন তিনি।
এদিন ঝাড়গ্রাম থেকে ফেরার পথে মুখ্যমন্ত্রী ফের একবার অভিযোগ করেন, তিনি নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ১০০ দিনের টাকা প্রসঙ্গে বলেছেন। এরপর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রীও গিয়েছেন। তারপরেও রাজ্যের প্রাপ্য মেটাচ্ছে না বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী। এদিন তৃণমূল নেত্রীর কটাক্ষ, বিজেপির চোখ মাটিতে নেই। আকাশে রয়েছে। রাজ্যে কিছু হলেই ইডি-সিবিআই পাঠিয়ে দিচ্ছে। অথচ ওঁদের এত এত কোটি কোটি দুর্নীতিতে এজেন্সি তদন্ত করছে না।
এসএসসি কাণ্ডে অভিযুক্তর বাড়ি থেকে বিজেপি নেতার দলিল উদ্ধার প্রসঙ্গে তৃণমূল নেত্রীর প্রশ্ন, দুর্নীতিতে অভিযুক্তর বাড়ি থেকে বিজেপি নেতার বাড়ির দলিল উদ্ধার হলে তাঁর বিরুদ্ধে তদন্ত করা হবে না কেন?
Comments are closed.