আগেও বলেছি…এসব বরদাস্ত করা হবে না, কঠোর ব্যবস্থা হবে; হাওড়া-তান্ডব নিয়ে ফের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
পয়গম্বর নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার মন্তব্যকে কেন্দ্র করে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে হাওড়ার একাংশে। এই অবস্থায় অশান্তি রুখতে ফের একবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার সকালে ট্যুইট করে মুখ্যমন্ত্রী সাফ বলেন, “এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে”
পয়গম্বরকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদের নামে বৃহস্পতি ও শুক্রবার হাওড়ার উলুবেড়িয়া, ডোমজুড় সহ বিস্তীর্ন এলাকায় কার্যত তান্ডব করে একদল বিক্ষোভকারী। শুক্রবার অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের দফায় দফায় খন্ডযুদ্ধ বেধে যায়। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ ওঠে। জায়গায় জায়গায় ভাঙ্গচুর চালানোর অভিযোগ ওঠে বিক্ষোভকারীদের বিরুদ্ধে।
শনিবার পরিস্থিতি শান্ত থাকলেও, নতুন করে পাঁচলায় একটি ক্লাবে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। এই পরিস্থিতিতে এদিন সকালে মুখ্যমন্ত্রী ট্যুইটে বলেন, “আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে। এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।” সেই সঙ্গে বিজেপিকেও একহাত নিয়েছেন তৃণমূল নেত্রী। বলেন, “পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?”
আগেও বলেছি, দুদিন ধরে হাওড়ার জনজীবন স্তব্ধ করে হিংসাত্মক ঘটনা ঘটানো হচ্ছে । এর পিছনে কিছু রাজনৈতিক দল আছে এবং তারা দাঙ্গা করাতে চায়- কিন্তু এসব বরদাস্ত করা হবে না এবং এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। পাপ করল বিজেপি, কষ্ট করবে জনগণ?
— Mamata Banerjee (@MamataOfficial) June 11, 2022
উল্লেখ্য অশান্তির ঘটনায় হাওড়া জেলার ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সোমবার সকাল পর্যন্ত পরিষেবা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে অশান্ত এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। এই আবহে হাওড়ার তান্ডব নিয়ে শুক্রবারের পর ফের একবার কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ব্যানার্জি।
Comments are closed.