জল্পনা ছিলই। এবার তাই সত্যি হল। পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক শেষে একান্তে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী। এদিন দেড়টা নাগাদ কাউন্সিলের মিটিং শেষ হয়। এরপর মধ্যাহ্ন ভোজের বিরতির পর দুপুর ২টে বেজে ১০ মিনিট নাগাদ অমিত শাহ নবান্নের ১৪ তলায় উঠে যান। এখানেই বসেন রাজ্যের মুখ্যমন্ত্রী। যুযুধান দু’ই পক্ষের বৈঠক নিয়ে স্বাভাবিক কারণেই রাজ্য রাজনীতিতে নানান জল্পনা শুরু হয়েছে।
নবান্ন সূত্রে খবর, প্রায় ২০ মিনিট তাঁদের কথা হয়েছে। জানা গিয়েছে, মধ্যাহ্ন ভোজের পর মুখ্যমন্ত্রীর সঙ্গেই ১৪ তলায় উঠে যান অমিত শাহ। শেষ পাওয়া খবর অনুযায়ী, বৈঠক শেষে ইতিমধ্যেই নবান্ন ছেড়ে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্র রাজ্যের এই সংঘাতের আবহে মুখ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল।
Comments are closed.