ঈদে অভিষেক ব্যানার্জিকে সঙ্গে নিয়ে রিজওয়ানুর রহমানের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পার্ক সার্কাসের কড়েয়া এলাকায় রিজওয়ানুর মা কিশওয়ার জাহানের সঙ্গে কথা বলেন তিনি। রিজওয়ানুরের দাদা তথা নদিয়া জেলার চাপড়া বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রুকবানুর রহমানের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।
এর আগে রিজওয়ানুরের বাড়ির সামনে থাকা তাঁর স্মৃতিবেদীতে মালা দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে দেখে খুশি হন রিজওয়ানুর মা কিশওয়ার জাহান। খুশি হন এলাকাবাসীরা। মুখ্যমন্ত্রী এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান। ছোট ছোট ছেলেমেয়েদের হাতে তুলে দেন লজেন্স।
২০০৭ সালে পাতিপুকুরে রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল রিজওয়ানুর রহমানের দেহ। সেই ঘটনায় রাজ্য রাজনীতি রীতিমত উত্তাল হয়ে উঠেছিল। নাম জড়িয়েছিল এক বিখ্যাত ব্যবসায়ী পরিবারের। সন্তানহারা কিশওয়ার জাহানের কান্নায় তৎকালীন বাংলার বিরোধী দলনেত্রী মমতা ব্যানার্জিকে বিচলিত করে তুলেছিল। রিজওয়ানুরের হয়ে পথে নেমেছিলেন তিনি। ক্ষমতায় এসে রিজওয়ানুরের দাদা রুকবানুরকে নদিয়া জেলার চাপড়া বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী করেন মমতা। জিতে সেই এলাকার বিধায়ক হন তিনি।
Comments are closed.