দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন কবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী 

দিঘায় জগন্নাথ মন্দির নিয়ে ইতিমধ্যেই রাজ্যবাসীর মনে উৎসাহ তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর থেকেই নতুন মন্দির নিয়ে পর্যটকেদের মধ্যে আগ্রহী তৈরি হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি নতুন মন্দির দর্শনের অভিজ্ঞতা কেমন হবে, তা জানতে অনেকেই মুখিয়ে রয়েছে। এই অবস্থায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের সময় জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। 

আগেই জল্পনা ছিল, নতুন বছর মন্দিরের উদ্বোধন হয়ে যাবে। সেই জল্পনাতেই সিলমোহর দিলেন তৃণমূল নেত্রী। শুক্রবার মুখ্যমন্ত্রী জানান, নতুন বছর রথযাত্রার আগে এপ্রিল মাসের মধ্যেই উদ্বোধন হয়ে যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরের। সেই সঙ্গে তিনি আরও জানান, পুরীর জগন্নাথ মন্দিরের যা উচ্চতা, দিঘার মন্দিরেরও সেই উচ্চতা রাখা হচ্ছে। এপ্রিল মাসের মধ্যেই মন্দিরের উদ্বোধন হয়ে যাবে। 

উল্লেখ্য, দিঘাকে ঢেলে সাজাতে উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। সেই মতো পর্যটকেদের জন্য একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। তার মধ্যেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, পুরীর মতো দিঘাতেও জীগন্নাথ মন্দির তৈরি করবে রাজ্য সরকার। এবার সেই ঘোষণায় বাস্তবায়নের পথে। 

Comments are closed.