ইমাম, মোয়াজ্জেম এবং পুরোহিতদের মাসিক ভাতা বাড়ানোর কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইমাম-মোয়াজ্জেমদের সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই তিনি জানান, মসজিদের ইমাম-মোয়াজ্জেমদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানো হল। সেই সঙ্গে পুরহিতদের মাসিক ভাতা ৫০০ টাকা করে বাড়ানোর কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে মোট ৩০ হাজার ইমাম এবং ২০ হাজার মোয়াজ্জেম রাজ্য সরকারের কাছ থেকে এই ভাতা পেয়ে থাকেন। এতদিন ইমামরা মাসে ২৫০০ টাকা এবং মোয়াজ্জেমরা মাসে ১০০০ টাকা করে ভাতা পেতেন। মুখ্যমন্ত্রীর এদিনের ঘোষণার পর ইমামরা পাবেন মাসে ৩ হাজার টাকা করে ভাতা এবং মোয়াজ্জেমরা পাবেন মাসে দেড় হাজার টাকা করে।
এদিকে এদিন পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণায় আরও একটি জল্পনা তৈরি হয়েছে। একাংশের মতে দুর্গা পুজোয় আর মাস দুয়েক বাকি। গত বছর পুজো কমিটিগুলোর আর্থিক অমুদান ৫০ হাজার থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করেছিল রাজ্য সরকার। এবারেও কি সেই অনুদানের পরিমাণ বাড়বে?
Comments are closed.