এবার থেকে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও ডাকা হবে ফিল্ম ও টেলিভিশন সেক্টরকে, চলচ্চিত্র উৎসবে গিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর
শুরু হয়ে গেল কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। আর সোমবার তার উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ২০২৩-এ ফেব্রুয়ারি মাসে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে সিনেমা ও টিভি ইন্ড্রাস্ট্রিকেও আমন্ত্রণ জানানো হবে। মুখ্যমন্ত্রীর কথায়, এবারে একটু ভুল হয়ে গিয়েছে। কিন্তু মুখ্যসচিবকে আমি বলব পরের বার থেকে যেন ফিল্ম ও টেলিভিশন ইন্ড্রাস্ট্রিকেও ডাকা হয়। ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা, সিনেমা এবং সিরিয়াল ইন্ডাস্ট্রিতেও যে ব্যাপক শিল্পের সম্ভবনা রয়েছে, মুখ্যমন্ত্রী এদিনের ঘোষণা থেকে তাই বোঝাতে চেয়েছেন। সেই সঙ্গে নব নির্বাচিত সাংসদ তথা অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী অনুরোধ করেন, বলিউড থেকেও টালিগঞ্জ-এ বিনিয়োগ আসে সে ব্যাপারে তিনি যেন সাহায্য করেন।
এদিন নজরুল মঞ্চে ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বধোন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের দলের নব নির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা। এছাড়াও অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি সহ বাংলা ছবির এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন। মন্ত্রী ফিরহাদ হাকিম, অরূপ রায় সহ একাধিক নেতা-মন্ত্রীও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সন্ধ্যা মুখার্জি থেকে শুরু করে লতা মঙ্গেশকর চলতি বছরে একাধিক বর্ষীয়ান শিল্পী প্রয়াত হয়েছেন। এদিন তাঁদের উদ্দেশ্যেও শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জি জানান লতা মঙ্গেশকরকে বঙ্গবিভূষণ দিতে উদ্যোগ হয়েছিল রাজ্য সরকার।
Comments are closed.