বার্সেলোনায় সফরে দ্বিতীয় দিনে শিল্পপতিদের সঙ্গে ঘরোয়া আলোচনায় বসলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিল্পপতি ছাড়াও এদিনের আলোচনায় হাজির ছিলেন সাংবাদিক এবং সেখানের প্রবাসী ভারতীয়রা।
স্পেন সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে মাদ্রিদ থেকে বার্সেলোনার উদ্দেশ্যে ট্রেনে রওনা দেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার বার্সেলোনায় শিল্প সম্মেলনে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। বার্সেলোনায় পৌঁছে প্রবাসী ভারতীয়দের সঙ্গে মিলন অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। তাঁদের বাংলায় আসার আমন্ত্রণ জানান তিনি। জানা গিয়েছে ঘরোয়া আলোচনায় রাজ্য সরকারের একাধিক প্রকল্প নিয়ে কথা বলেছেন। সেই সঙ্গে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন নিয়েও আলোচনায় কথা উঠেছে বলে জানা গিয়েছে।
এর আগে মাদ্রিদ সফরেও একগুচ্ছ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। বিনিয়োগ নিয়ে আলোচনার পাশাপাশি বাংলার ফুটবল পরিকাঠামোর উন্নয়নেও লা লিগার শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন তিনি। জানা গিয়েছে, লা লিগা কলকাতার কাছেই একটি ফুটবল একাডেমি গড়তে চলেছে। তার জন্য কিশোর ভারতী স্টেডিয়ামটি লা লিগাকে দেওয়া হচ্ছে বলে খবর। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর এই শিল্প সফরের দিকে তাকিয়ে গোটা রাজ্য।
Comments are closed.