বাংলায় বিনিয়োগ বাড়তে বিদেশ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। ৯ দিন স্পেনে ছিলেন তিনি। সেখানে শিল্পপতিদের সঙ্গে একাধিক বৈঠক করেছেন। সেই সঙ্গে ফুটবলের পরিকাঠামো উন্নয়ন নিয়েও লা লিগার কর্তাদের সঙ্গে আলোচনায় বসেছেন। বৃহস্পতিবার সকালে স্পেন সফর শেষে দুবাই পৌঁছেছেন মুখ্যমন্ত্রী। দু’দিন দিবাইয়ে তাঁর থাকার কথা। দু’দিন তাঁর একাধিক কর্মসূচি রয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার দুবাইয়ে ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শনে যাবেন। ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ দুবাইয়ে শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। অন্যদিকে জেবেল আলি বন্দর দুবাইয়ের গভীর সমুদ্র বন্দর। এই দুটি জায়গাতেই রাজ্যের প্রতিনিধি দলও যাবে। এই দুই গুরুত্বপূর্ণ জায়গা পরিদর্শনের অভিজ্ঞতা রাজ্যের শিল্প পরিকাঠামো উন্নয়নেও কাজে লাগবে বলে দাবি প্রশাসনিক মহলের।
এরপর শুক্রবার স্পেনের মতো দুবাইতেও শিল্প সম্মেলন করে হবে। যেখানে সে দেশের বিনিয়োগকারীদের আমন্ত্রণ করা হয়েছে। বিভিন্ন শিল্প সংস্থার কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.