আগামী বছর দীঘাতে বড় করে রথের অনুষ্ঠানের পরিকল্পনা; ইসকনের অনুষ্ঠানে গিয়ে জানালেন মুখ্যমন্ত্রী 

প্রতিবছরের মতো এবছরও কলকাতায় ইসকনের রথ যাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। রথের দড়িতে টান দিয়ে রথ যাত্রার শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এদিনের অমুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী জানান, দীঘায় যে জীগন্নাথের মন্দির তৈরি হয়েছে। আগামী বছর সেখানে বড় করে রথ যাত্রার পরিকল্পনা রয়েছে। 

এদিন মুখ্যমন্ত্রী বলেন, জগন্নাথ দেবের ইচ্ছে হলে আগামী বছর দীঘায় আমরা বড় পরিসরে রথযাত্রার সূচনা করব। দীঘায় যে বড় মন্দির তৈরি হয়েছে। সেখানেই অনুষ্ঠান হবে। সেই সঙ্গে এদিন মুখ্যমন্ত্রী জানান, মহেশের উন্নয়নেও রাজ্য সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। সেই সঙ্গে মায়পুরে ইসকনকে ৭০০ একর জমি দেওয়া হয়েছে। সেখানে একটি আন্তর্জাতিক মানের বড় সিটি তৈরি হচ্ছে। 

প্রতি বছরের মতো এদিনও নির্দিষ্ট সময়ে ইসকনে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। মন্দিরে গিয়ে প্রথমে আরতি করেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিমি চক্রবর্তী, সাংসদ নুসরত জাহান, কলকাতা পুরসভার মেয়র ও রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। 

Comments are closed.