SSKM-এ মুখ্যমন্ত্রী, বৃহস্পতিবারই হতে পারে হাঁটুতে অস্ত্রোপচার 

বৃহস্পতিবার পায়ের চোট নিয়ে এসএসকেএম হাসপাতালে চিকিৎসা করাতে এলেন মুখ্যমন্ত্রী। হাসপাতাল সূত্রে খবর, সব ঠিক থাকলে এদিনই মুখ্যমন্ত্রীর পায়ে অস্ত্রোপচার হতে পারে। 

এদিন দুপুর পৌনে দুটো নাগাদ বাড়ি থেকে বেরিয়ে হাসপাতালে আসেন মুখ্যমন্ত্রী। হাসপাতালে এসে তাঁকে প্রথমে ইউসিএম ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে সিটি স্ক্যান করার পর উডবার্ন ওয়ার্ডে গিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতাল চত্বরেও তাঁকে বেশ কিছুটা খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। যদি পায়ের অপারেশন হয়, তার পর মুখ্যমন্ত্রীকে হাসপাতালেই ভর্তি থাকতে হবে। চিকিৎসক মহলের তেমনটাই মত। 

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা এমনিতে ভালো রয়েছে। তবে বাঁ হাঁটুর লিগামেন্ট এবং হিপজয়েন্টের লিগামেন্টে চোট রয়েছে। বাঁ হাঁটুতে জল জমার চিহ্নও রয়েছে। যে কারণে একটি অস্ত্রোপচারের প্রয়োজন বলে চিকিৎসকরা জানান। বীরভূমের জনসভাতে ভার্চুয়ালি বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী নিজে অস্ত্রোপচারের কথা জানিয়েছিলেন। তবে প্রথমে জানা গিয়েছিল, অপারেশনটি শুক্রবার হতে পারে। 

উল্লেখ্য, গত ২৭ জুন উত্তরবঙ্গে ভোট প্রচার থেকে ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার। কপ্টারটিকে জরুরি অবতরণ করাতে বাধ্য হন পাইলট। সে সময় তড়িঘড়ি কপ্টার থেকে নামতে গিয়ে চোট পান মুখ্যমন্ত্রী। এরপর বিশেষ বিমানে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। এসএসকেএম প্রাথমিক চিকিৎসার পর ডাক্তাররা ভর্তি হতে বললেও মুখ্যমন্ত্রী রাজি হননি। বাড়িতে থেকেই চিকিৎসা করা ছিলেন এতদিন। 

Comments are closed.