অভিযুক্ত ব্রিজভূষণ গ্রেফতার না হওয়া পর্যন্ত লড়াই চলবে; কুস্তিগিরদের পাশে দাঁড়িয়ে ফের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর 

বুধবারের পর বৃহস্পতিবারও। ভারতীয় কুস্তিগিরদের সমর্থনে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন গোষ্ঠ পালের মূর্তির সামনে তৃণমূলনেত্রীর হুঁশিয়ারি, অভিযুক্ত ব্রিজভূষণ যতদিন না গ্রেফতার হচ্ছে কুস্তিগিরদের সমর্থনে লড়াই জারি থাকবে।

ভারতীয় কুস্তিগিরদের প্রতিবাদের সমর্থনে বুধবার হাজরা থেকে একটি পদযাত্রায় অংশ নিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাঁর সঙ্গে ক্রীড়া জগতের বিশিষ্ঠরাও উপস্থিত ছিল। ওইদিনই তিনি জনিয়ে ছিলেন বৃহস্পতিবারও কলকাতায় গোষ্ঠ পালের মূর্তির নীচে মোমবাতি জেলে প্রতিবাদ জানানো হবে। এদিন সেই মতো কর্মসূচিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রকে তোপ দেগে তৃণমূল সুপ্রিম বলেন, দেশের মেয়েরা কাঁদছে কিন্তু সরকারের কোনও হেলদোল নেই। দিল্লিতে ‘নন্দলাল সরকার চলছে। ক্রীড়াক্ষেত্রে সর্বত্র কোনও না কোনও বিজেপি নেতাকে বসিয়ে রেখেছে মোদী সরকার। এদিকে খেলোয়াড়রা জায়গা পাচ্ছে না। আন্দোলনরত কুস্তিগিরদের মুখ্যমন্ত্রীর বার্তা, লড়াই জারি রাখ, এর শেষ দেখে ছড়াবো। এর পরেই মুখ্যমন্ত্রীর হুঙ্কার, যতদিন না ব্রিজভূষণ গ্রেফতার হচ্ছে লড়াই জারি থাকবে।

Comments are closed.