অনুব্রত মণ্ডলের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন মমতা ব্যানার্জি। বীরভূম জেলা সভাপতির পাশে দাঁড়িয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ শানালেন তিনি। কেন্দ্রের বিরুদ্ধে তিনি সাফ প্রশ্ন তোলেন, অনুব্রতকে গ্রেফতার করলেন কেন? কী করেছিল কেষ্ট?
রাত পোহালেই স্বাধীনতা দিবস। স্বাধীনতার ৭৫ তম দিবস উপলক্ষ্যে দেশ জুড়ে সাজ সাজ রব। তারই আগে বেহালার প্রাক স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে উঠে অনুব্রতর গ্রেফতারির প্রতিবাদে তীব্র আক্রমণ শানান তিনি। তৃণমূল নেত্রীর দাবি, অনুব্রত মণ্ডলকে অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে তাঁর চাঞ্চল্যকর অভিযোগ, এজেন্সির কিছু লোক রয়েছে, যাঁদের ওরা টাকা দিয়ে পোষে। মাঝরাতে কেন সিবিআই বাড়িতে ঢুকেছে? কেষ্টর বাড়িয়ে তান্ডব চালিয়েছে সিবিআই।
এদিন ফের একবার তৃণমূল নেত্রী অভিযোগ করেন, এজেন্সিগুলোকে রাজনৈতিক ভাবে ব্যবহার করছে সিবিআই। বিজেপিকে তাঁর তোপ, ২০২৪-এ নরেন্দ্র মোদির সরকার টিকবে না। মহারাষ্ট্র ভেঙেছে, এবার বাংলাকে ভাঙার চেষ্টা করছে। তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করছে, ব্যর্থ হবে। পাশপাশি তৃণমূল নেত্রী জানিয়ে দেন, ১৫ আগস্টের অনুষ্ঠান শেষ হলে, ১৬ আগস্ট থেকে পথে নামবে তৃণমূলে। এজেন্সির একতরফা পদক্ষেপের বিরুদ্ধে জেলায় জেলায় প্রতিবাদ কর্মসূচি পালন করবে ঘাসফুল শিবির।
Comments are closed.