বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দাবি করেছিলেন, ২০২৪ কী ফল হতে চলেছে ২২-এর ভোটের ফলেই তা স্পষ্ট। আর শুক্রবার রাজ্য বাজেট শেষে মোদীর দাবি উড়িয়ে তৃণমূল নেত্রী সাফ বলেন, উত্তরপ্রদেশের ভোটের ফল ২৪-এর লোকসভা ভোটে পড়বে না। মুখ্যমন্ত্রী আরও বলেন, ২৪- কে কোথায় থাকবে, কী হবে তার কোনও ঠিক নেই। বিজেপিকে হারাতে সবাইকে একজোট হতে হবে। সেই সঙ্গে অখিলেশের হার নিয়েও ইভিএম কারচুপির অভিযোগে সরব হয়েছেন মমতা ব্যানার্জি।
শুক্রবার তিনি বলেন, এবার উত্তরপ্রদেশের ফল দেখলে বোঝা যাবে বিজেপির অনেকগুলি আসন কমেছে। অন্যদিকে আগেরবারের থেকে ৭২ টি আসন বেশি পেয়েছে অখিলেশের দল। তারপরেই তৃণমূল নেত্রীর অভিযোগ, ভোট লুট হয়েছে, ইভিএম মেশিন সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অখিলেশ যদি হেরেও থাকে, মানুষের ভোটে হারেনি। মেশিনের কারচুপি করে ওঁকে হারানো হয়েছে। মুখ্যমন্ত্রীর ব্যাখ্যা, পাঞ্জাবে আপ ইভিএম পাহারা দিতে পেরেছিল। বাংলাতেও তাঁর দল তাই করেছে। যে কারণে দু-জায়গায় বিজেপি হেরেছে।
এদিন রাজ্য বিজেপিকেও একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর কটাক্ষ,কটা রাজ্যে জিতে বাংলায় লাফালাফি করছে। বিধানসভাতেও অসভ্যতা করছে। পশ্চিমবঙ্গে হেরেও ওঁদের লজ্জা নেই।
Comments are closed.