মমতা: প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে কেন্দ্র, সবাইকে বিনামূল্যে টিকা
করোনার টিকা নিয়ে কেন্দ্র-রাজ্য চাপানউতোর শুরু
এবার করোনার টিকা নিয়েও কেন্দ্র-রাজ্য সংঘাত। টিকাকরণের প্রথম দিন নবান্নে ভ্যাকসিন সরবরাহ নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকে জুমের মাধ্যমে অংশ নেন মুখ্যমন্ত্রী। তিনি ছাড়াও বৈঠকে ছিলেন বিভিন্ন জেলার ডিএম, স্বাস্থ্য সচিব এবং মুখ্য সচিব আলাপন ব্যানার্জি। ২১২ টি কেন্দ্রের স্বাস্থ্য আধিকারিকরাও ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, কেন্দ্রীয় সরকার প্রয়োজনের তুলনায় কম ভ্যাকসিন পাঠিয়েছে। রাজ্যের সবাইকে বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা ব্যানার্জি। সে জন্য প্রয়োজনে টিকা প্রস্তুতকারী সংস্থার থেকে ভ্যাকসিন কিনবে রাজ্য। যে সমস্ত ব্যক্তি টিকা পেলেন তাদের স্বাস্থ্যের দিকে নজর রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি টিকা নিয়ে যাতে কোনও গুজব না ছড়ায় তার দিকে লক্ষ্য রাখতে বলেছেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় দেশজুড়ে করোনার টিকাকরণ কর্মসূচি শুরু হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দেন।
Comments are closed.