যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনায় বামেদের তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কটাক্ষের সুরে তিনি বলেন, ওখানে ওরা পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। যাদবপুর যেন মৃত্যুপুর হয়ে গিয়েছে।
সোমবার বেহালায় ” ফ্রিডম অ্যাট মিডনাইট’ কর্মসূচির মঞ্চ থেকে যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সন্তানহারা বাবাকেও ফোন করে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেই এদিন বলতে গিয়ে তিনি বলেন, ছাত্রের বাবা বলেন, দিদি জানেন ও খুব কাঁদত। বলত আমার উপর অত্যাচার হচ্ছে। আমি কাল যাব ঠিক করেছিলাম। বগুলা থেকে কলকাতা। বুঝতে পারিনি ওরা অত্যাচার করে আমার ছেলেকে ছাদ থেকে ফেলে দেবে।” তারপরেই বামেদের তীব্র নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, কারা এরা? মার্কসবাদী। বড় বড় কথা বলছে। কখনও বিজেপি, কংগ্রেসের সঙ্গে ঘর করছে। তৃণমূল ওদের এক নম্বর শত্রু।
এখানেই না থেমে মুখ্যমন্ত্রীর তীব্র কটাক্ষ, ওটা যেন ওদের রেড ফোর্ড।ওদের বোধ বলে কিছু নেই। আবেগ, বিবেক নেই। ওখানে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। যাদবপুর আতঙ্কপুর হয়ে গিয়েছে।
Comments are closed.