দেশ এখন এক অন্ধকারতম সময়ের মধ্য দিয়ে চলছে বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার কলকাতায় তিনি ‘ইনফোকম’ নামে এক শিল্প সম্মেলনের উদ্বোধন করে বলেন, দেশের শিল্পে চরম অনিশ্চয়তার আবহ। জিডিপি একেবারে তলানিতে এসে ঠেকেছে। মানুষের হাতে টাকা নেই। টাকা তোলার পরিমাণ বেঁধে দেওয়া হচ্ছে। নোটবন্দি করে দেশের অর্থনীতির সর্বনাশ করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শুরু হওয়া এই সম্মেলন চলবে তিন দিন। তথ্য প্রযুক্তি-সহ বিভিন্ন শিল্প সংস্থার অনেক বড় কর্তা তিন দিনের এই সম্মেলন তথা আলোচনাচক্রে ভাষণ দেবেন।
মমতা বলেন, এখন দেশে বিভাজনের রাজনীতি চলছে। মানুষ মুখ খুলতে ভয় পায়। শিল্পপতিরা পর্যন্ত সাহস করে কিছু বলতে পারছেন না। এই তো, রাহুল বাজাজ ভয়ের প্রসঙ্গ তুললেন। অমনি সরকার তাঁর পিছনে লেগে পড়েছে। কেউ কিছু বললেই তাঁর পিছনে হরেক এজেন্সিকে লেলিয়ে দেওয়া হচ্ছে। কখনও সিবিআই, কখনও ইডি, কখনও ইনকাম ট্যাক্সকে লাগিয়ে দেওয়া হচ্ছে। আমি মুখ খুলি বলে ওদের এত রাগ।
Comments are closed.