পায়ে চোটের কারণে প্রায় এক মাস বাড়িতেই রয়েছেন মুখ্যমন্ত্রী। ডাক্তারদের পরামর্শে বিশ্রামে রয়েছেন তিনি। যদিও বাড়ি থেকেই সমস্ত প্রশাসনিক কাজকর্ম সামলাচ্ছেন। ভার্চুয়ালি জরুরি বৈঠক সারছেন। এবার বাড়িতেই রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার অর্থাৎ আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। একটু পরেই সেই বৈঠক শুরু হওয়ার কথা। নবান্ন সূত্রে খবর, এবারের বৈঠকে অন্যান্য বিষয়গুলোর পাশাপাশি নিয়োগ সংক্রান্ত আলোচনাও হতে পারে। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি।
এদিকে এদিন বৈঠক শেষ করেই ভার্চুয়ালি জেলার পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এদিন প্রায় ১ হাজার পুজোর উদ্বোধন করার কথা তাঁর।
এদিকে মঙ্গলবার থেকে ১২ দেশের প্রতিনিধি শহরের পুজো পরিক্রমা করছেন। ইউনেস্কো, ব্রিটিশ কাউন্সিল এবং একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই পরিক্রমা চলছে। ১৫ অক্টোবর পর্যন্ত চলবে এই পুজো পরিক্রমা। শহরের বাছাই করা ২৬টি পুজোর পরিক্রমা করবে প্রতিনিধি দল। যার মধ্যে ২২টি বারোয়ারি থিম পুজো, দুটি সাবেকিয়ানার পুজো এবং দুটি বনেদি বাড়ির পুজো রয়েছে।
Comments are closed.