মীরা ভট্টাচার্যকে ফোন মমতার, নিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের শারীরিক অবস্থার খবর

অক্সিজেন দেওয়ার পর বুদ্ধদেব বাবুর অক্সিজেনের মাত্রা ৯৪ এর উপরে

বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রীকে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খোঁজ নিলেন বুদ্ধদেব বাবুর শারীরিক অবস্থার।

শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মঙ্গলবার সকালেই উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। জানা যায় সকালে তাঁর অক্সিজেন স্যাচুরেশন লেভেল নেমে যায় ৯০ এর নীচে। তিনি হাঁটাচলা করতে পারছিলেন না বলে খবর। তখন ডাক্তাররা ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও বুদ্ধদেব ভট্টাচার্য বরাবরই বাড়িতে থেকে চিকিৎসা করানোর পক্ষপাতী।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দ্রুত উডল্যান্ডসে ভর্তি করা হয়। তাঁকে সিসিইউতে রাখা হয়েছে বলে জানা গিয়েছে। অক্সিজেন দেওয়ার পর বুদ্ধদেব বাবুর অক্সিজেনের মাত্রা ৯৪ এর উপরে।

সূত্রের খবর, বুদ্ধদেব বাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যকে ফোন করেন মমতা ব্যানার্জি। প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি পরিবারের পাশে থাকার আশ্বাস দেন বাংলার মুখ্যমন্ত্রী।

সম্প্রতি করোনা সংক্রমিত হয়েছেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। প্রথমে বাড়িতে থেকেই চিকিৎসা চলছিল প্রাক্তন মুখ্যমন্ত্রীর। হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মীরা ভট্টাচার্যকে। সোমবারই সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি। মঙ্গলবার সকালে সেই হাসপাতালেই ভর্তি হলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

Comments are closed.