৭৫তম স্বাধীনতা দিবস। যা নিয়ে দেশ জুড়ে সাজ সাজ রব। কেন্দ্রের তরফে আজাদী কি অমৃত মহোৎসব পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে শুরু করে তাবড় তাবড় নেতৃত্ব নিজেদের ডিপি পাল্টে জাতীয় পতাকা রেখেছেন। তৃণমূল নেত্রীও নিজের প্রফাইল পিকচার বদলালেন। তবে শুধু তেরঙ্গা নয়, পাশপাশি তাঁর ডিপিতে দেখা গিয়েছে ৩০ জন স্বাধীনতা সাংগ্রামীর ছবি। তৃণমূল নেত্রীর ছবি বদলের সঙ্গে সঙ্গে তৃণমূলের প্রফাইল পিকচার পাল্টে ফেলা হয়েছে।
ছবি বদলানোর পাশপাশি দেশ সম্পর্কে নিজের অনুভূতির কথাও ট্যুইটে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ভারত যেখানে বৈচিত্রের মাঝেও একতা বিরাজ করে। ভারত যেখানে বিভিন্ন ধর্মের, সাংস্কৃতির মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান। যেখানে গণতান্ত্রিক অধিকার, জনগণের স্বার্থ রক্ষিত হয়। এটাই আমাদের দেশ ভারতবর্ষ।
Aren’t we all the proud people of this beautifully diverse land?
For us, INDIA means UNITY.
But, our ideas vary.
What then, my fellow Indians, is your idea for this great nation? #MyIdeaForIndiaAt75
(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) August 13, 2022
অন্য আর একটি ট্যুইটে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, আমরা কি এই বৈচিত্র্যময় সুন্দর দেশের গর্বিত বাসিন্দা নই? ধারণা ভিন্ন হতে পারে, কিন্তু ভারত মানেই একতা। তারপরে দেশবাসীর কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এই মহান দেশ নিয়ে আপনাদের ধারণা কী?
উল্লেখ্য, তৃণমূল নেত্রীর ডিপি বদলের পর পরই তৃণমূলের অজস্র নেতৃত্বও নেত্রীর পথে হেঁটে নিজেদের সোশ্যাল মিডিয়ার ছবি বদলেছেন।
Comments are closed.