আমি চাই এই কেসের ৩ মাসের মধ্যে ফার্স্ট ট্র্যাক কোর্ট-এর মাধ্যমে তদন্ত শেষ হোক; পার্থ প্রসঙ্গে মমতা 

পার্থ চ্যাটার্জির গ্রেফতারি ইস্যুতে নীরবতা ভাঙলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এসসি দুর্নীতি সম্পর্কে তিনি স্পষ্ট ভাষায় বলেন, আদালতে দোষ প্রমাণিত হলে দল ব্যবস্থা নেবে, তিনি যেই হোক। তারপরেই মুখ্যমন্ত্রী দাবি তোলেন, এসসি দুর্নীতি মামলা এবং তার পরবর্তী ঘটনা প্রবাহ নিয়ে যা হচ্ছে, তিন মাসের মধ্যে তার তদন্ত শেষ হোক, এবং প্রকৃত দোষীরা শাস্তি পাক। 

সোমবার বঙ্গভূষণ ও বঙ্গবিভূষণ সম্মান প্রদানের মঞ্চ থেকে এসসি দুর্নীতি প্রসঙ্গে তীব্র প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী। এদিন ইডি, সিবিআইয়ের ভূমিকার সমালোচনা করার সময় সারদা, নারদা, সহ সিঙ্গুর প্রসঙ্গ টেনে আনেন। বলেন, ১০ বছর হয়ে গেলেও সারদা নিয়ে এখনও তদন্ত শেষ করতে পারেনি সিবিআই। এই প্রসঙ্গেই সিঙ্গুরের তাপসী মালির কথাও বলেন তিনি। প্রকৃত দোষীরা এখনও সাজা পাননি বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এই রেশ ধরেই মুখ্যমন্ত্রী বলেন, ধর্ষণের মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে রাজ্য তিন মাসের মধ্যে ফার্স্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে তদন্ত শেষ করে। একই ভাবে তাঁর দাবি, এই ঘটনার তদন্তও দ্রুত শেষ করতে হবে। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী সাফ বলেন, কোর্টে কেউ দোষী প্রমাণিত হলে দল কোনও ভাবেই তাঁর পাশে থাকবে না। যদি কেউ সত্যি অন্যায় করে থাকে তাহলে সে যেন কঠিন শাস্তি পায়। 

এদিন অনুষ্ঠানে নানান ক্ষেত্রে বিশিষ্টদের সম্মান জানানোর পর্ব শেষ করের পার্থ চ্যাটার্জি ইস্যুতে  নীরবতা ভাঙেন তৃণমূল নেত্রী। মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, দুর্নীতিকে সমর্থন করা তাঁর নেশাও নয়, পেশাও নয়। সেই সঙ্গে তাঁর সংযোজন, সবাই সাধু একথা আমি বলতে পারবো না। সাধুর মধ্যেও ভূত আছে। তবে সবটাই তদন্তের বিষয়। এ প্রসঙ্গে মন্তব্য করবো না। কেউ দোষী প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হলেও আমার কিছু যায় আসে না। 

Comments are closed.