বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী গ্রেফতারের নিন্দা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

ইস্কনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেপ্তার এবং তার জেরে বাংলাদেশে হিংসার ঘটনার নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তিনি বিধানসভায় বলেন, ‘কোনও দেশে যে কোনও ধর্মের মানুষজনের উপর হামলা হলে আমরা তার নিন্দা করি। বাংলাদেশের ঘটনাও সমর্থনযোগ্য নয়।’

তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংযোজন, ‘অন্য দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমরা মন্তব্য করব না।’ তিনি ইস্কন প্রধানের সঙ্গে দু’বার কথা বলেছেন বলেও জানান।
বুধবার বাংলাদেশ ইস্যুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা শোনা গিয়েছিল বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যের কণ্ঠে। কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে কোনও মন্তব্য করছেন না, সেই প্রশ্ন তুলেছিলেন তিনি। বুধবারই এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছিলেন অভিষেক ব্যানার্জি।

Comments are closed.