বাচ্চা হলে বকে চুপ করানো যায়! নাম না করে রাজ্যপাল জগদীপ ধনখড় প্রসঙ্গে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। জানালেন রাজ্যপাল ধনকড়ের অপসারণ চেয়ে প্রধানমন্ত্রী মোদীকে তিনবার চিঠি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার নবান্নের সভাঘরে সাংবাদিক বৈঠকে সম্প্রতি মুখ্যমন্ত্রীকে নিয়ে রাজ্যপালের ধারাবাহিক মন্তব্য নিয়ে মমতা ব্যানার্জির প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়।
প্রথমে রাজ্যপাল প্রসঙ্গে কার্যত কোনও মন্তব্যই করতে চাননি তিনি। তারপরেই সাংবাদিকদের প্রশ্নের প্রেক্ষিতে তৃণমূল নেত্রীর ধনখড়কে খোঁচা, বাচ্চা হলে বকে চুপ করানো যায়।
মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি উড়ে গিয়েছেন রাজ্যপাল। সেখানে একাধিক কেন্দ্রীয় মন্ত্রী এবং মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও তাঁর সাক্ষাৎ হওয়ার কথা। রাজ্যালের দিল্লি সফর প্রসঙ্গে বলতে গিয়ে মূখ্যমন্ত্রী বলেন, উনি দিল্লির নেতাদের সঙ্গে দেখা করতেই পারেন। রাজ্যপাল তো ওদেরই লোক।
জল্পনা শুরু হয়েছে, পশ্চিবঙ্গের রাজ্যপালকে সরানো হতে পারে। বিরোধীদের কটাক্ষ, নিজের চেয়ার বাঁচাতেই রাজ্যপাল তড়িঘড়ি দিল্লি গিয়েছেন। এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালকে নিয়োগ করার সময় রাজ্যের সঙ্গে পরামর্শ করা হয়নি। অপসারণ নিয়েও তিনি কিছু জানেন না। মমতার অভিযোগ, এই রাজ্যপালের অপসারণ চেয়ে তিনি তিনবার প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন। কেন্দ্রীয় সরকার কোনও রকম পদক্ষেপ করেনি।
বৃহস্পতিবার নবান্ন সভাঘরে দ্বিতীয় পর্যায়ে নতুন ভাবে কৃষকবন্ধু প্রকল্পের সূচনা করেন মূখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.