আমার দুঃখ হয়, তাঁর নবেল প্রাইজটা আজও উদ্ধার হলো না, ‘কবি প্রণাম’ অনুষ্ঠানে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রীর

রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মদিবসেও উঠে এল তাঁর ‘নোবেল চুরি’ প্রসঙ্গ। সোমবার রাজ্য সরকারের উদ্যোগে বিশ্ব কবিকে শ্রদ্ধা জানাতে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে বক্তব্য রাখতে উঠে, নোবেল হারানো নিয়ে আক্ষেপের সুর শোনা গেল মুখ্যমন্ত্রীর গলায়। এদিন তিনি বলেন, “আমার এখনও ভাবলে দুঃখ হয়, তাঁর নোবেলটা আজও উদ্ধার হল না।”

এদিন উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ভাষণ রাখেন মমতা ব্যানার্জি। সেখানে তিনি বলেন, “এত বড় একটা জিনিস আমার পেয়েও হারালাম। বড় গায়ে লেগে। এটা রবীন্দ্রনাথেরও অপমান।” তৎকালীন সরকারকে বিঁধে বলেন, “এটা সিপিএমের সময়ের ঘটনা”। সেই সঙ্গে তৃণমূল নেত্রীর সংযোজন, “সিবিআই হয়তো তদন্তটাই ক্লোজ করে ফেলেছে।”

উল্লেখ্য ২০০৪ সালে নোবেল চুরির তদন্তভার নেয় সিবিআই। দীর্ঘ ১৮ বছর কেটে গেলেও, চুরি নিয়ে কোনও সমাধান হয়নি। রাজ্য তথা দেশ বাসীর কাছে দীর্ঘশ্বাস হয়ে থেকে গিয়েছে বিশ্বকবির নোবেল চুরি। এত বছর পরেও ফের একবার সেই ঘটনারই স্মৃতি ফিরে এলে মুখ্যমন্ত্রীর অভিযোগে।

Comments are closed.