শুরু হয়ে গেল ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন। বললেন, সিনেমা জগতে অমিতাভ বচ্চনের যা অবদান তাতে বাংলা থেকে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি জানাচ্ছি।
বৃহস্পতিবার বিভিন্ন ক্ষেত্রে একঝাঁক তারকা সমাগমে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন অমিতাভ বচ্চন। তিনি ছাড়াও এদিন জয়া বচ্চন, শারুখ খান, সৌরভ গাঙ্গুলি, অরিজিৎ সিংহ সহ এক ঝাঁক তারকা উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জানান। সেই সঙ্গে প্রতিবারে যেন এভাবেই তাঁরা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণে সাড়া দিয়ে আসেন, তারও অনুরোধ করেন।
তিন বছর পর ফের চেনা ছন্দে ফিরেছে কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল। এদিন মঞ্চে বাংলা ছবিরও একঝাঁক তারকা উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চঞ্চল চৌধুরী।
Comments are closed.