নূপুর-নবীনদের মন্তব্যের তীব্র নিন্দা করে ট্যুইট, দুই বিজেপি নেতানেত্রীকে গ্রেফতারের দাবি জানালেন মুখ্যমন্ত্রী 

হজরত মহম্মদকে নিয়ে দুই বিজেপি নেতানেত্রীর মন্তব্য শোরগোল পড়ে গিয়েছে গোটা দেশে। ইসলামিক বিশ্বের ক্ষোভের মুখে পড়তে হয়েছে ভারতকে।  দুই পদ্ম নেতানেত্রীকে সাসপেন্ডও করছে বিজেপি। আর এবার এ নিয়ে ট্যুইটারে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে ওই দু’জনকে গ্রেফতারের দাবি জানিয়েছেন তৃণমূল নেত্রী। 

বৃহস্পতিবার বেশ কয়েকটি ট্যুইট করেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, আমি বিজেপির কিছু সর্বনাশা, দায়িত্বজ্ঞানহীন নেতা-নেত্রীর সাম্প্রতিক জঘন্য, প্ররোচনামূলক, বিভেদমূলক ও ঘৃণাসর্বস্ব মন্তব্যের তীব্র নিন্দা করছি। এমন মন্তব্য ও আচরণের ফলে শুধু হিংসাই ছড়ায় না, দেশের মন বিভক্ত হয়, দেশের শান্তি ও সংহতিও নষ্ট হয়। সেই সঙ্গে মুখমন্ত্রী আরও লেখেন, আমি জোরালোভাবে দাবী করছি, দেশের ধর্মনিরপেক্ষ ঐতিহ্য ও ঐক্য রক্ষার স্বার্থে এবং সর্বসাধারণের মানসিক শান্তির প্রয়োজনে বিজেপির অভিযুক্ত নেতা-নেত্রীদের অবিলম্বে গ্রেফতার করা হোক। অন্য একটি ট্যুইটে তৃণমূল নেত্রী আবেদন করেন,  একই সঙ্গে, এই ঘৃণ্য প্ররোচনা সত্ত্বেও, আমি আমার সমস্ত জাতি, ধর্ম এবং সম্প্রদায়ের সকল ভাই ও বোনদের কাছে সাধারণ মানুষের বৃহত্তর স্বার্থে শান্তি বজায় রাখার জন্য আবেদন জানাচ্ছি। 

উল্লেখ্য, বৃহস্পতিবার সকালেই অভিযুক্ত বিজেপি নেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দিল্লি পুলিশ। সেই সঙ্গে নবীন জিন্দাল, সাংবাদিক সাবা নাকভির বিরুদ্ধেও দায়ের হয়েছে মামলা। 

Comments are closed.