ইজরায়েল ফেরত ৫৩ জনকে রাজ্য ফেরাতে বিশেষ উদ্যোগ নিচ্ছে নবান্ন; জানালেন মুখ্যমন্ত্রী 

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে ভারতীয়দের ফিরিয়ে আনতে ‘অপারেশন অজয়’ শুরু করেছে নয়া দিল্লি। উদ্ধার অভিযানের প্রথম দফায় ইজরায়েল থেকে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছে বলে খবর। যার মধ্যে বাংলার বাসিন্দা রয়েছেন ৫৩ জন। দিল্লি থেকে তাঁদের প্রত্যেককে বাংলায় ফিরিয়ে আনতে এবার বিশেষ উদ্যোগ নিচ্ছে নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি খোদ এক্স হ্যান্ডেলে সে কথা জানিয়েছেন। এই ৫৩ জন যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরে আসতে পারে তার জন্য রাজ্যের মুখ্যসচিব এবং দিল্লিতে বাংলার রেসিডেন্ট কমিশনারকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 

মুখ্যমন্ত্রী এদিন তাঁর পোস্টে জানিয়েছেন, ‘ভারতীয়রা ইজরায়েল ছেড়ে বেরিয়ে আসছেন। তাই আমি মুখ্যসচিব এবং দিল্লির রেসিডেন্ট কমিশনারকে বলেছি, যারা ফিরে আসছেন তাদের জন্য কোনও রকম খরচ ছাড়া সরকারি সাহায্যের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রী জানান, বাংলার বাসিন্দা, ৫৩ জন শুক্রবার সকালেই দিল্লিতে পৌঁছেছেন। রাজ্য সরকার তাঁদের ফিরিয়ে আনার জন্য বিনা খরচে রেল টিকিটের বন্দোবস্ত করছে। শুধু তাই নয় দিল্লিতে থাকার সময় বিনা খরচে বঙ্গভবনে থাকা ও বিনা খরচে সেখানে যাতায়াতেরও ব্যবস্থা করা হবে। এছাড়াও দিল্লি এবং কলকাতায় সর্বক্ষণের কন্ট্রোল রুম আগেই খোলা হয়েছে,এদিন সেকথাও জানান মুখ্যমন্ত্রী। 

Comments are closed.