২৭ ফেব্রুয়ারি মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তার আগেই সে রাজ্যে ভোট প্রচারে গিয়ে বড়সড় ঘোষণা করলেন তৃণমূল সুপ্রিম মমতা ব্যানার্জি। বুধবারের জনসভা থেকে মমতা ব্যানার্জি সাফ জানান, শুধু মেঘালয় নয়, উত্তর-পূর্বের সব রাজ্যে যাবে তৃণমূল। তাঁর কথায়, শুধু মেঘালয় নয়, উত্তর-পূর্বের সবকটি রাজ্যেই যাবে তৃণমূল। এরপর সব নিয়ে একটি এলায়েন্স তৈরি করবে। আর উত্তর-পূর্বের রাজ্যগুলির গেটওয়ে হবে শিলিগুড়ি।
রাজনৈতিক মহলের মতে, তৃণমূল নেত্রীর কথায় স্পষ্ট শুধু বিধানসভা ভোটই নয়, উত্তর-পূর্বের রাজ্যে দলের ক্ষমতা বাড়িয়ে ‘২৪’-এর লোকসভা ভোটের আগে বিজেপিকে কড়া চ্যালেঞ্জের মুখে ফেলতে প্রস্তুতি নিচ্ছে ঘাসফুল শিবির। মেঘালয়ের সরকার পরিবর্তন হবেই বলে এদিন হুঙ্কার ছাড়েন তৃণমূল নেত্রী।
গাড়োতে রাজবালায় জনসভা থেকে এদিন বিজেপি সহ বিরোধীদের একযোগে আক্রমণ শানিয়েছেন। বলেন, গত পাঁচ বছর ধরে এই সরকারের শাসনে মেঘালয়ে কোনও উন্নয়ন হয়নি। কোনও মেডিকেল কলেজ নেই, রাস্তাঘাট ভালো নয়। অথচ দুর্নীতি রয়েছে। উপস্থিত জনতার উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর প্রশ্ন, মেঘালয়ে কেন ভালো বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট, মেডিকেল কলেজ হবে না? এখানে কেন বেকার সমস্যা দূর হবে না? মা-বোনেরা কেন লক্ষ্মীর ভান্ডার পাবেন না?’ এদিন ফের একবার বাংলা মডেলের তুলনা টানেন মমতা ব্যানার্জি।
Comments are closed.