শিক্ষক দিবস উপলক্ষ্যে এবার ৫২ জন শিক্ষক-শিক্ষিকাকে বিশেষ সম্মানে সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার আলিপুরের ধনধান্য প্রেক্ষাগৃহে শিক্ষা দফতরের তরফে শিক্ষক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেই উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও থাকবেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
শিক্ষা দফতরের তরফে জানা গিয়েছে, এই ৫২ জন শিক্ষক শিক্ষিকার মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন অধ্যাপক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়ের ২৫ জন ও প্রাথমিক বিদ্যালয়গুলির ১৫ জন। সেই সঙ্গে রাজ্যের ১৩টি বিদ্যালয়কে দেওয়া হবে সেরা বিদ্যালয় পুরস্কার।
সূত্রের খবর, ৫২ জন শিক্ষকের মধ্যে পাঁচ জন শিক্ষককে সরাসরি শিক্ষারত্ন পুরস্কার তুলে দেবেন মমতা ব্যানার্জি। বাকিদের জেলায় জেলায় আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে। যদিও সেই সব অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, ইতি মধ্যেই বিভিন্ন জেলার আধিকারিকদের কাছে শিক্ষা দফতরের তরফে এই মর্মে নির্দেশিকা গিয়েছে।
Comments are closed.