দেউচা পাচামি কয়লাখনি নিয়ে আরও একধাপ এগুল রাজ্য। পূর্ব ঘোষণা মতোই প্রতিশ্রুতি রাখলেন মুখ্যমন্ত্রী। বুধবার নবান্নে বহু জমিদাতার হাতে চাকরির নিয়োগ পত্র এবং পাট্টা তুলে দিলেন তিনি। সেই সঙ্গে স্থানীয় আদিবাসীদের জন্যও কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী।
বুধবার নবান্ন সভাঘরে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন বোর্ডের বৈঠক ছিল। ওই বৈঠক থেকেই একাধিক জমি দাতার হাতে নিয়োগ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী নিজে হাতে ছয় জন জমিদাতার পরিবারের সদস্যদের নিয়োগ পত্র দেন।
সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আবারও জানান, দেউচা পাচামির জন্য ১০ হাজার কোটির পুনর্বাসন প্যাকেজ নির্ধারণ করেছে রাজ্য। জমির পরিবর্তে জমি দেওয়া হবে। পূর্ব ঘোষণা অনুযায়ীই জমিদাতাদের পরিবারের একজনকে যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়া হবে। যার জন্য নতুন করে ৫১২৫ টি শূন্যপদ তৈরি করা হয়েছে।
উল্লেখ কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো মুখ্যসচিব ঘোষণা করেছিলেন, জমিদাতাদের প্যাকেজের অঙ্ক বাড়ানো হয়েছে। আগে ৬০০ স্কয়ার ফিট জমিতে বাড়ি তৈরির জন্য টাকা দেওয়া হচ্ছিল। বর্তমানে তা বাড়িয়ে ৭০০ স্কয়ার ফিট করা হয়েছে। সেই সঙ্গে আর্থিক সহায়তা মূল্যও ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ করা হয়েছে।
Comments are closed.