বৃহস্পতিবার মোট পাঁচ হাজার পড়ুয়ার হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেই সঙ্গে এদিন তিনি বলেন, এবার থেকে শুধু পয়সার অভাবে আর কোনও পড়ুয়ার স্বপ্নের মৃত্যু হবে না।
পূর্ব ঘোষণা মতোই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে অনুষ্ঠান করে রাজ্য। ওই অনুষ্ঠানেই উপস্থিত পাঁচ হাজার ছাত্রছাত্রীর হাতে স্টুডেন্ট ক্রেডিট কার্ড তুলে দেন তিনি। সেই সঙ্গে এদিন বক্তব্য রাখতে গিয়ে বলেন, অর্থের জন্য কারোর উচ্চশিক্ষা বাধাপ্রাপ্ত হবে না। খুব কম সুদে পড়ুয়ারা এই ঋণ পাবেন। গ্যারেন্টার থাকবে রাজ্য। ঋণের টাকায় কোর্স ফি, হোস্টেল ফি, কম্পিউটার, ল্যাপটপ কিনতে পারবেন পড়ুয়ারা।
পাশপাশি ব্যাঙ্কগুলির উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ব্যাঙ্কগুলিকে অনুরোধ করব প্রকল্পের আওতায় আসার। সরকার গ্যারেন্টার তাই নিশ্চিন্তে ঋণ দিন। ব্যাঙ্কগুলির কাছে আবেদন, বেশি বেশি সংখ্যায় ছাত্রদের ঋণ দিন। পড়ুয়াদের উচ্চশিক্ষার স্বপ্নের যেন মৃত্যু না হয়।
উল্লেখ গত বছর বিধানসভা ভোটের আগে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো ক্ষমতায় ফিরেই কথা রাখেন তিনি। ইতিমধ্যেই ২০ হাজার পুড়ুয়ার ঋণ মঞ্জুর হয়েছে বলে জানা গিয়েছে। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা আরও পাঁচ হাজার ছাত্রছাত্রীর হাতে কার্ড তুলে দিলেন মমতা ব্যানার্জি।
Comments are closed.