আরও ৮ লক্ষ বিধবাদের ভাতা প্রদানের সূচনা মমতা ব্যানার্জির

আরও ৮ লক্ষ বিধবাদের ভাতা প্রদানের সূচনা করলেন মমতা ব্যানার্জি। দুয়ারে সরকারের মাধ্যমে যারা এই আবেদন করেছিলেন, তাঁদের ভাতা দেওয়া হবে এবার।

আগামী ২০২২-২৩ অর্থবর্ষে নতুন ৮ লক্ষ বিধবা ভাতা প্রাপকের অন্তর্ভুক্তির ঘোষণা করলেন তিনি।

এখন ১৩ লক্ষের বেশি মহিলা বিধবা ভাতা পেয়ে থাকেন। ২০২২-২৩ অর্থবর্ষে বিধবা ভাতা প্রাপকের সংখ্যা ২১ লক্ষের বেশি হবে। বিধবা ভাতা প্রাপকদের ব্যঙ্ক অ্যাকাউন্টে সরাসরি মাসিক টাকা প্রদান করা হয় এই প্রকল্পে। তিনি ঘোষণা করেন, বিধানসভার অধিবেশন শেষ হলেই প্রতিটি জেলায় জেলায় বিধবাদের হাতে চলে যাবে চেক। আমি সেই নির্দেশ দিয়েছি জেলাশাসকদের। এপ্রিল মাসের প্রথম থেকেই রাজ্যে আরও ৮ লক্ষ বিধবা ভাতা পেতে শুরু করবেন

এদিন স্কুলের পোশাকে বিশ্ব বাংলার লোগো ব্যবহার নিয়ে বিজেপির আপত্তির বিরোধিতা করেন মমতা। বলেন, কিছু একটা হলেই কোর্টে চলে যাচ্ছে। আমি এটা সিদ্ধান্ত নিয়েছি কারণ লাভ হবে বাংলার। প্রাইভেট স্কুলের জন্য বলছি না। সরকারি স্কুলের জন্য বলা হয়েছে। বাংলার নাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ার জন্য আমি চাইছি এই লোগো বানিয়েছি। বাংলা আমার সরকার এটা তার প্রমাণ।

 

Comments are closed.