বাংলার মুখ্যমন্ত্রীর প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আছে, বললেন অমর্ত্য সেন 

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা রয়েছে। এমনটাই মন্তব্য করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। এক সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা বলছেন নোবেলজয়ী। শুধু তাই নয়, তার সঙ্গে তিনি এও বলেন, ‘২৪’-এর লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে গেলে দেশের আঞ্চলিক দলগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে।

একুশের নির্বাচনের আগে রাজ্যে বার বার প্রচার এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির এক্কেবারে প্রথম সারির নেতারা। সে সময়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলেছিলেন, রাজ্যের বিধানসভা ভোট হলেও একুশের নির্বাচন লোকসভার ভোটেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। লড়াইটা যেন কার্যত মোদী বনাম মমতা। একুশের ভোটে সফলতার পর আঞ্চলিক জোট নিয়েও মুখ্যমন্ত্রী বেশ কয়েকটি আঞ্চলিক দলের সঙ্গে বৈঠকও করেন। এমনকী জাতীয় রাজনীতিতে এখনও নরেন্দ্র মোদীর অন্যতম বিরোধী হিসেবে তৃণমূল নেত্রীর স্থান একেবারে প্রথম সারিতে। এই আবহে নোবেলজয়ীর মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

Comments are closed.