প্রতি বছর মহালয়ার দিন থেকে পুজোর উদ্বোধন শুরু করে দেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তবে এবার তার কিছুটা পরিবর্তন হচ্ছে। মহালয়ার কিছু দিন আগে থেকেই পুজোর উদ্বোধন করবেন তৃণমূল নেত্রী। বৃহস্পতিবার শহরের দুটি বড় পুজোর উদ্বোধন করবেন তিনি। দুপুর তিনটে নাগাদ সল্টলেক এফডি ব্লকের পুজোর উদ্বোধনে যাবেন মুখ্যমন্ত্রী। এর পর যাবেন শ্রীভূমির পুজো উদ্বোধনে। এই পুজোর অন্যতম উদ্যোক্তা রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তাই শ্রীভূমির পুজোক অনেকের কাছে সুজিত বসুর পুজো নামে পরিচিত।
বিগত কয়েক বছরে থিমের লড়াইয়ে সেরার তালিকায় রয়েছে শ্রীভূমি। গত বছর শ্রীভূমির পুজো দেখার ভিড় কার্যত সব রেকর্ড ছাপিয়ে গিয়েছিল। পুজোর অন্যতম আকর্ষণই হয়ে উঠেছিল বুর্জ খলিফা। অভিযোগ উঠেছিল অব্যবস্থারও। এ বছর শ্রীভূমির সূর্বনজয়ন্তী বর্ষ। এবারের থিম নিয়েও পুজো প্রেমীদের কৌতূহল রয়েছে। জানা গিয়েছে, এবারে শ্রীভূমির থিম রোমের ভ্যাটিকান সিটি।
গত বছর ভিড় সামল দিতে কার্যত হিমশিম খেতে হয়েছিল উদ্যোক্তাদের। জানা গিয়েছে, এবারে সেদিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। ভিড় সামাল দিতে এজগুচ্ছ ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসনও।
Comments are closed.