৫০০ মিটার অন্তর দুয়ারে রেশনের গাড়ি, SMS করে জানিয়ে দেওয়া হবে দিনক্ষণ, দুয়ারে রেশন প্রকল্পের উদ্বোধন করে বললেন মমতা ব্যানার্জি
আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হল দুয়ারে রেশন প্রকল্প। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভার্চুয়ালি এই প্রকল্পের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার এই প্রকল্পের উদ্বোধন করার পর মমতা ব্যানার্জি বলেন, ৫০০ মিটার অন্তর দুয়ারে রেশনের গাড়ি যাবে, আগে থেকে SMS করে জানিয়ে দেওয়া হবে রেশন দেওয়ার দিনক্ষণ।
বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দিতে ২১, ০০০ গাড়ি লাগবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই জন্য ডিলারদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে উৎসাহ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, নিজের গাড়িতে রেশন পৌঁছে দিলে ডিলারকে ১ লক্ষ টাকা দেবে রাজ্য। রেশন দেওয়ার কাজ করতে ২ জনকে নিয়োগ করতে পারবেন রেশন ডিলাররা। তাঁদের বেতন হবে ১০ হাজার। সেই বেতনের অর্ধেক দেবে রাজ্য সরকার আর অর্ধেক দেবে ডিলাররা। এই প্রকল্পের মাধ্যমে ১০ কোটি মানুষ বাড়িতে বসে রেশন পাবেন। তিনি বলেন, এটা একটা সেবার কাজ।
যারা রেশন মানুষের কাছে দেয়, মানুষের মুখে খাদ্য তুলে দেয়। মমতা ব্যানার্জি দুয়ারে সরকারের জন্য গর্ব অনুভব করেন। বলেন, দুয়ারে সরকার পথ দেখাচ্ছে অন্য রাজ্যগুলিকে। লক্ষীর ভাণ্ডার বাংলার মডেল।
উল্লেখ্য, তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার আগে মমতা ব্যানার্জি কথা দিয়েছিলেন দুয়ারে রেশনের। দুয়ারে রেশন প্রকল্প নিয়ে কিছুটা জটিলতার সৃষ্টি হয়েছিল। রেশন ডিলাররা বাড়ি বাড়ি গিয়ে রেশন দেবে কীভাবে এই নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। আদালতেও যান তাঁরা। তাঁদের ররফে বলা হয়, বাড়ি নয় পাড়ায় পাড়ায় নিয়ে যাওয়া হবে রেশন। এক পা হেঁটে সেখান থেকেই নিতে পারবেন সবাই। কিন্তু রাজ্য সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল দুয়ারে রেশন। দুয়ারে রেশন প্রত্যেক বাড়ির দুয়ারে পৌঁছে দেবেন ডিলাররা বলে জানান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। খাদ্য দফতরের পক্ষ থেকে চালু করা হয়েছে একটি ফোন নম্বর। ৯৯০৩০৫৫৫০৫ নম্বরে ফোন করে রেশন সংক্রান্ত যাবতীয় সমস্যার কথা জানাতে পারবেন সাধারণ মানুষ।
Comments are closed.