আন্তর্জাতিক শ্রমিক দিবসে বিশ্বের প্রতিটি শ্রমিক ও তার পরিবারকে শুভেচ্ছা জানালেন বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মনে করিয়ে দিলেন লকডাউনের ভয়াবহ দিনগুলোতে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য তাঁর সরকার দুটি প্রকল্প শুরু করেছিল।
আংশিক লকডাউনে রাজ্য। আন্তর্জাতিক শ্রমিক দিবসে আগের লকডাউনে তাঁর সরকারের ভূমিকার কথা মনে করিয়ে শ্রমিক শ্রেণিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মমতা ব্যানার্জি লিখেছেন, পরিযায়ী শ্রমিকদের জন্য স্নেহের পরশ এবং অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য প্রচেষ্টা প্রকল্প বাস্তবায়িত করেছে তাঁর সরকার। এছাড়াও রাজ্যের অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য শ্রমিক সুরক্ষা যোজনার অন্তর্গত বিভিন্ন বিনামূল্যে পরিষেবা দেওয়া হয়েছে। পিএফ দেওয়া হয়েছে। এজন্য সমস্ত খরচ করেছে পশ্চিমবঙ্গ সরকার।
On #InternationalWorkersDay, greetings to all workers around the world & their families. #GoWB stood by them during the #lockdown and implemented two new schemes – Sneher Porosh (for migrant labourers) and Prochesta (for workers in the unorganised sector) 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) May 1, 2021
একদিন পরই ফল বেরবে। জানা যাবে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হতে পারছেন কী না। যদিও ষোলোআনা আশাবাদী মমতা ব্যানার্জি। এখন নজর গণনার দিকে।
Comments are closed.