মালবাজারে হড়পা বানে দুর্ঘটনার পর উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা ব্যানার্জি, থাকবেন বিজয়া সম্মিলনীতে

বিজয়া দশমীর রাতে মাল নদীতে হড়পা বান আসে। বিসর্জন দেখতে এসে বানের জলের ভেসে যান অনেকে। মৃত্যু হয় আট জনের। এই ঘটনার পর উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী ১৭ অক্টোবর উত্তরবঙ্গে যাচ্ছেন তিনি। বিমানে প্রথমে বাগডোগরা যাবেন তিনি। সেখান থেকে যাবেন মালবাজারে। মালবাজারের একটি বৈঠক করার কথা মুখ্যমন্ত্রীর। সেখানে পুরসভা ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করবেন তিনি। সূত্রের খবর মালবাজারে নিহতদের পরিবারের সঙ্গে দেখাও করতে পারেন মুখ্যমন্ত্রী।

১৯ অক্টোবর তিনি চলে আসবেন শিলিগুড়িতে। থাকবেন উত্তরকন্যা গেস্ট হাউসে। সেখানে তিনি তৃণমূলের বিজয়া সম্মিলনীতে যোগ দেবেন। পরের দিন অর্থাৎ ২০ অক্টোবর কলকাতায় ফিরে আসবেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আগামী সোমবার অর্থাৎ ১৭ অক্টোবর ৩ দিনের উত্তরবঙ্গ সফরেই যাচ্ছেন তিনি।

উল্লেখ্য, বিজয়া দশমীর দিন সন্ধ্যায় দুর্গাপ্রতিমা বিসর্জন চলছিল মাল নদীতে। সেইসময় আচমকা বিপর্যয় ঘটে। তীব্র গতিতে ধেয়ে আসে নদীর জল। চোখের নিমেষে ভেসে যান অনেকে। জলের মাঝে আটকে পড়ে গাড়িও। এই ঘটনায় শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শোকজ্ঞাপন করে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আহতদের জন্য ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণের কথাও জানান তিনি। শোকপ্রকাশ করে টুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি লেখেন, দুর্ঘটনায় যাঁরা মারা গিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি গভীর শোকপ্রকাশ করছি। এবার সেই ঘটনার পর উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী।

Comments are closed.