লক্ষ্য রাষ্ট্রপতি ভোট! আগামী সপ্তাহে দিল্লি যাচ্ছেন মমতা 

আগামী সপ্তাহে দিল্লি সফরে যাচ্ছেন মমতা ব্যানার্জি। সূত্রের খবর, আগামী মঙ্গলবার দিল্লি যেতে পারেন তৃণমূল নেত্রী। রাষ্ট্রপতি নির্বাচন ঘোষণা হওয়ার পর তাঁর এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এমনটা মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। দিল্লিতে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গেও তৃণমূল সুপ্রিমোর বৈঠক হতে পারে বলে খবর। 

১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে বিরোধী জোট নিয়ে আলোচনা করতে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর বলে অনেকে মনে করছে। বুধবার দিল্লির কনস্টিটিউশন ক্লাবে বিরোধী জোটের বৈঠক তিনি যোগ দিতে পারেন বলে জানা গিয়েছে। ২০২৪ এর লোকসভা ভোটের আগে বিরোধীদের জোটবদ্ধ করতে অনেক দিন ধরেই তৎপর তৃণমূল নেত্রী। এর আগেও দিল্লি সফরে এসে একাধিক বিরোধী নেতানেত্রীর সঙ্গে বৈঠক করে গিয়েছেন তিনি। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করলেও পরে তা ফলপ্রসূ হয়নি। কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ, বিজেপির বিপক্ষে যে আন্দোলন গড়ে তোলা প্রয়োজন তা করতে ব্যর্থ হাত শিবির। 

অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে, রাষ্ট্রপতি ভোটকে কেন্দ্র করে ফের একবার এক ছাতার তলায় আসতে চলেছে বিজেপি বিরোধী দলগুলি। সেই লক্ষ্যেই আগামী দিল্লি সফরে তৃণমূল নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক করতে পারেন। বিরোধীরা রাষ্ট্রপতি পদপ্রার্থীর নাম ঘোষণা না করলেও দু’একটি নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা যাচ্ছে, বিরোধী শিবিরের রাষ্ট্রপতি পার্থী হিসেবে বর্ষীয়ান রাজনীতিক শরদ পাওয়ারের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে পাশপাশি দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাম নিয়েও চর্চা শুরু হয়েছে। 

Comments are closed.