মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করেছিলেন রেণু। সেই সঙ্গে দেখা করারও ইচ্ছে প্রকাশ করেছিলেন। আর সোমবারই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে যান রেণু। তৃণমূল নেত্রীকে কাছে পেয়েই প্রণাম করতে যান তিনি, বদলে তাঁকে বুকে টেনে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী। জড়িয়ে ধরেন রেণুকে। তাঁর আগামী জীবনের জন্য শুভেচ্ছাও জানান। আর এই সাক্ষাৎ-এ রেণুর পাশপাশি খোদ মুখ্যমন্ত্রীও আপ্লুত। রেণুর সঙ্গে সাক্ষাতের মুহূর্ত নিয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। ফেসবুকে পোস্ট মুখ্যমন্ত্রী লিখেছেন, রেণুর মতো একজন লড়াকু মেয়ের জন্য তিনি গর্বিত।
মাসখানেক আগে রেণুর ঘটনা প্রকাশ্যে আসতেই শিউরে উঠেছিল রাজ্যবাসী। স্ত্রী যাতে সরকারি চাকরি করতে না পারে, সে কারণে রেণুর ডান হাতের কব্জি কেটে নিয়েছিল তাঁর স্বামী। এই নারকীয় ঘটনার পর তাঁর স্বামীকে গ্রেফতার করা হলেও, রেণুর চাকরি নিয়ে নানান অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ডান হাতের কব্জি না থাকলে তিনি নার্সিং-এর কাজ করবেন কীভাবে? সেই সময় রেণুর পাশে দাঁড়ান মুখ্যমন্ত্রী। তাঁকে বিকল্প চাকরি দেওয়ার পাশাপাশি তাঁর চিকিৎসারও সমস্ত ভার রাজ্য সরকার গ্রহণ করে। সেই থেকেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন রেণু।
এদিন বর্ধমনের গোদার হেল্থ সিটির মাঠে মুখ্যমন্ত্রীর সভায় উপস্থিত ছিলেন রেণু। সভা শুরুর আগে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা হয় তাঁর। মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করে আপ্লুত রেণু জানান, মুখ্যমন্ত্রী তাঁকে জড়িয়ে ধরে বলেছেন, ”অনেক বড় হও, তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ”। সেই সঙ্গে নারকীয় কাজের অপরাধে দোষীরা যাতে কঠোর শাস্তি পায়, সে ব্যাপারেও পুলিশকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Comments are closed.