এমন কী হল? পিছনে কী এমন রহস্য, যে রহস্যের দানাতে ইস্টবেঙ্গলের মত ঐতিহ্যবাহী ক্লাবকে ছেড়ে চলে যেতে হচ্ছে? ইস্টবেঙ্গলকে শ্রী সিমেন্টের স্পোর্টিং রাইটস ফিরিয়ে দেওয়ার প্রসঙ্গে এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবার আইএসএলে খেলা অনিশ্চিত ইস্টবেঙ্গলের। শ্রী সিমেন্ট জানিয়ে দিয়েছে তারা ইস্টবেঙ্গলের সঙ্গে কোনও সম্পর্ক রাখবে না। ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে চুক্তি রাখতে চায়না বলে নবান্নে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে শ্রী সিমেন্ট।
সোমবার সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ইস্টবেঙ্গল নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আমি এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কেই নই। যারা ছিল, তারা জানাচ্ছে আর থাকবে না। আমি খুব বিরক্ত এবং দুঃখিত।
এরপরেই তিনি বলেন, এটা দুর্ব্যবহার। একটা ক্লাবকে এতদিন ধরে ঝুলিয়ে বলছে আর থাকবে না। তাহলে ৬ মাস ধরে কথা চালালেন কেন? আমাকেও বলেছিল জট খুলে যাবে। এরপর এমন কী হল, পিছনে কী এমন রহস্য, যে রহস্যের দানাতে বলছে চলে যাচ্ছে, ইস্টবেঙ্গলের একটা ঐতিহ্যবাহী ক্লাব। এই ক্লাবের সঙ্গে সকলের থাকা উচিত। আমি চাই আইএসেএলে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডান সবাই খেলুক।
কয়েকদিন আগেও মমতা ব্যানার্জি জানিয়েছিলেন, ইস্টবেঙ্গলের যারা রয়েছেন তাদের একটু মন খারাপ না? একটু ছেড়ে খেলুন। চিন্তা নেই সমস্যা মিটে যাবে। গতবার আইএসএল মরশুমের শুরুতে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতাতেই ইস্টবেঙ্গলে এসেছিল ইনভেস্টর।লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে প্রাথমিক চুক্তিতে সই করেন ইস্ট বেঙ্গল কর্তারা। কিন্তু এই মরশুমে আইএসএল এগিয়ে আসার সময় থেকেই লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গে ক্লাব কর্তৃপক্ষের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এই অবস্থায় ক্লাবকে স্পোর্টিং রাইটস ফিরিয়ে দিচ্ছে শ্রী সিমেন্ট। যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
Comments are closed.