তেলের দাম কমালেন মমতা, ১ টাকা সেস মকুব রাজ্যের, কার্যকর মাঝরাত থেকে
রাত ১২ টার পর থেকে তেলের দাম কমছে
তেলের দামে সেস মকুব রাজ্যের, লিটারে দাম কমছে ১ টাকা করে।
আকাশ ছুঁতে চলা তেলের দামে হস্তক্ষেপ রাজ্যের। রাজ্যকে প্রদেয় ১ টাকা সেস আপাতত মকুব করা হল। রবিবার রাত ১২ টার পর থেকে নয়া দাম কার্যকর হবে।
পেট্রোল-ডিজেলের দাম লাগাতার বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে মানুষকে সুরাহা দিতে ১ টাকা সেস আপাতত নেবে না নবান্ন। এর ফলে রবিবার রাত ১২ টার পর থেকে রাজ্যে তেলের দাম কমছে লিটারে ১ টাকা।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিধানসভা ভোটের আগে তেলের দামে স্বস্তি দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচকমণ্ডলী অর্থাৎ মানুষকে একটি বার্তা দিলেন। এর ফলে কেন্দ্র বিশেষ করে বিজেপির উপর চাপ বাড়বে। পাশাপাশি মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবেন। যার রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করেন তাঁরা।
Comments are closed.