যা ইচ্ছে তাই করছে, বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে; পাটনা বৈঠকে তোপ মমতার, নিশানা রাজভবনকেও
পাটনার বিরোধী বৈঠক শেষে তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ শানালেন তৃণমূল নেত্রী। কেন্দ্রকে তীব্র কটাক্ষ করে বাংলার মুখ্যমন্ত্রী বলেন, বিজেপি সারা দেশে যা ইচ্ছে তাই করছে। একনায়কতন্ত্র চালাচ্ছে। সেই সঙ্গে এদিন রাজভবনকেও একহাত নিয়েছেন তৃণমূল সুপ্রিম।
মুখ্যমন্ত্রীর কথায়, বাংলায় রাজভবনকে ব্যবহার করে বিজেপি সমান্তরাল সরকার চালাচ্ছে। সেই সঙ্গে এদিন ফের একবার কেন্দ্রীয় এজেন্সি ইস্যুতেও গেরুয়া শিবিরকে এক হাত নেন তৃণমূল সুপ্রিম। বলেন, কিছু বলতে গেলেই বিরোধীদের বিরুদ্ধে এজেন্সিকে ব্যবহার করা হচ্ছে। সারা দেশে জুড়ে যা ইচ্ছে তাই করছে বিজেপি। পাটানার বিরোধী বৈঠক থেকে মমতা ব্যানার্জির বার্তা, যত রক্তই ঝড়ুক, বিজেপির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। বিরোধীরা এক হয়ে বিজেপির একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই করবে।
Comments are closed.