মমতা: কাকে সুবিধা দিতে ৮ দফায় ভোট? খেলা হবে, হারিয়ে ভূত করে দেব

মোদী-শাহ এজেন্সির অপব্যবহার

ভোটের নির্ঘণ্ট নিয়ে অসন্তোষ প্রকাশ করলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ মোদী-অমিত শাহের নির্দেশে বাংলায় ৮ দফায় ভোট হচ্ছে। মমতা ব্যানার্জির প্রশ্ন, কাকে সুবিধা দিতে বাংলায় ৮ দফায় ভোট? তিনি বলেন, দক্ষিণ ২৪ পরগনায় যেহেতু তৃণমূলের শক্তি বেশি তাই এখানে বিজেপিকে সুবিধে পাইয়ে দিতে ৩ দফায় ভোট করছে কমিশন। 

তাঁর প্রশ্ন, যেখানে বিহারে ২৪০ টা আসনে তিন দফায় ভোট, ২৩৪ টি আসনের তামিলনাড়ু বিধানসভায় এক দফায় ভোট, সেখানে কোন যুক্তিতে বাংলায় আট দফায় ভোট? মোদী-শাহ এজেন্সির অপব্যবহার করছেন বলেও অভিযোগ মমতা ব্যানার্জির। 

যদিও জয়ের ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী মমতা ব্যানার্জি। তিনি বলেন, যেভাবে ইচ্ছে সূচি কর খেলা হবে। হারিয়ে ভূত করে দেব। মমতার কথায়, ভুলে যাবেন না আমি বাংলাটাকে ভাল চিনি। বাংলাকে অসম্মানের জবাব বাংলার মানুষ সুদে-আসলে দেবে বলেও বলেন মমতা ব্যানার্জি। 

Comments are closed.