বেড়েছে জিডিপি, রাজস্ব আদায়ও বৃদ্ধি পেয়েছে, বিনিয়োগে আহ্বান জানিয়ে দাবি মুখ্যমন্ত্রীর 

বুধবার ছিল বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের প্রথম দিন। উদ্বোধনী অনুষ্ঠানের ভাষণে শিল্পতিদের রাজ্যে বিনিয়োগের জন্য আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে উপস্থিত শিল্পতিদের সামনে বাংলায় বিনিয়োগের পরিবেশের ব্যাখ্যা করলেন মমতা ব্যানার্জি। তাঁর দাবি, চলতি বছরে রাজস্ব আদায়ের বৃদ্ধি বেড়েছে ৪ %, সেই সঙ্গে করোনা কালেও রাজ্যের জিডিপি উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। 

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে উঠে একই কথা শোনা যায় শিল্পপতি সজ্জন জিন্দালের কথাতেও। তিনি বলেন, অতিমারির সময়ই পশ্চিবঙ্গের জিডিপি বেড়েছে ৭.২% । রাজ্য পরিচালনায় মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রশংসা করেন RPG গোষ্ঠীর কর্নধার সন্জীব গোয়েঙ্কাও। তিনি বলেন, এই রাজ্যে যে কোনও সুবিধা অসুবিধাতে খুব সহজেই মুখ্যমন্ত্রী পাওয়া যায়। সরাসরি শিল্পতিরা নিজেদের সমস্যার কথা মুখ্যমন্ত্রীকে জানাতে পারেন। বিনিয়োগের ক্ষেত্রে এটি একটি উল্লেখ্যযোগ্য বিষয়। 

বিনিয়োগের জন্য রাজ্য যে পরিকাঠামো উন্নয়নে একাধিক পদক্ষেপ করেছে, এদিন সেকথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জানান, ১৮ হাজার কোটি টাকা খরচ হয়েছে রাজ্যে পরিকাঠামো উন্নয়ন খাতে। সেই সঙ্গে রাজ্যের প্রকল্পগুলির কথাও তুলে ধরেন মমতা ব্যানার্জি। জানান, অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বাংলা শীর্ষে। সাফল্য এসেছে গ্রামীণ আবাসন প্রকল্পেও। সেই সঙ্গে তিনি তাজপুর বন্দর, দেউচা পাঁচামি কয়লাখনির কথাও উল্লেখ করেন। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী এদিন ফের একবার বলেন, সামাজিক প্রকল্পে বাংলা ১ নম্বরে। তৃতীয়বার ক্ষমতায় এসে তাঁর সরকারের একমাত্র লক্ষ্য রাজ্যে বিনিয়োগ এনে কর্মসংস্থান বৃদ্ধি করা।  

Comments are closed.