মুকেশ আম্বানি সহ দেশের তাবড় তাবড় শিল্পতি উপস্থিত ছিলেন বিজনেস সামিটে। এদিন মুকেশ আম্বানি ঘোষণা করেন, বাংলায় নতুন করে ২০ হাজার কোটি টাকা বিনিয়োগ করবেন। এই আবহে বাণিজ্য সম্মেলনের সাফল্যের খতিয়ান তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি জানান, রাজ্যজুড়ে ৯ লক্ষ ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ১ কোটি ৩০ লক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে। সেই সঙ্গে তিনি দাবি করেন, দেশের মধ্যে জিডিপেতে শীর্ষে বাংলা। পশ্চিমবঙ্গ এখন ইকোনোমিক পাওয়ার হাউস বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তিনি আরও জানান, এবারের সম্মেলনে যোগ দিয়েছে ৩৫টি দেশের প্রতিনিধিরা। এবং ১৭টি দেশ পার্টনার হিসেবে যোগ দিয়েছে।
রাজ্যের বিভিন্ন প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরার পাশাপশি মুখ্যমন্ত্রী বলেন, সোশ্যাল সেক্টর সার্ভিস, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেশের মধ্যে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। তাঁর সরকারের কর্মসংস্থানই মূল লক্ষ্য বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, তাজপুরে সমুদ্র বন্দরের পরিকাঠামো তৈরি রয়েছে। বানতলায় লেদার কমলেক্স-র কাজ চলছে। দেউচা পাচামিতেও প্রচুর কর্ম সংস্থান তৈরি হবে বলে জানান তিনি।
Comments are closed.