জাতীয় সঙ্গীত গাইতে হুইলচেয়ার ছেড়ে একপায়ে দাঁড়িয়ে পড়লেন মমতা ব্যানার্জি। ঘটনাটি ঘটেছে নন্দীগ্রামের টেঙ্গুয়ার জনসভায়। মমতা হুইল চেয়ার ছেড়ে ওঠার চেষ্টা করছেন, তা দেখেই ছুটে আসেন সুব্রত বক্সী, জয়া দত্ত, দোলা সেনরা। কিন্তু মমতা তাঁদের জানান, জাতীয় সঙ্গীত গাইতে হলে উঠে দাড়ানোই উচিত। বলেন, যত কষ্ট হোক, দাঁড়িয়েই গাইবেন জন গণ মন।
প্রথমেই হুইল চেয়ার থেকে ডান পা নীচে রাখেন তিনি। তারপর প্লাস্টার বাঁধা বা পা নীচে নামান। হুইল চেয়ারের হাতলে ভর দিয়ে কোনওরকমে উঠে দাড়ান তিনি। জাতীয় সঙ্গীতের সঙ্গে গলা মেলান মমতা।
Comments are closed.